Friday, August 14, 2015


Let's look at 5 great Unlock to delete locked files Software

 চলুন দেখে আসি লক ফাইল ডিলেট করার জন্য অসাধারণ ৫ আনলকার সফটওয়্যার!
উইন্ডোজ কাজ করার সময় সবচেয়ে বিরক্তিকর একটি ত্রুটি হচ্ছে কিছু কারণের জন্য ফাইল মুছে ফেলতে না পারা। সাধারণত কিছু ফাইল ডিলেট করতে গেলে একসেস অস্বীকার করে। এটা উইন্ডোজ ব্যাবহারকারীদের কাছে খুবই পীড়াদায়ক। বিরক্তিকর ফাইল ডিলেট করার জন্য কিছু অসাধারণ ফাইল আনলকার সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনার উইন্ডোজের যে কোন ফাইল ডিলেট করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি লক ফাইল ডিলেট করার জন্য অসাধারণ ৫ আনলকার সফটওয়্যার!
ফাইল গুপ্তঘাতক (FileASSASSIN)
এই সফটওয়্যার যে কোনো ফাইলকে ডিলেট করতে সাহায্য করবে এবং আনলোড মডিউল নির্মিত ব্যবহার করে ফাইল মুছে দিতে সাহায্য করবে। ফাইল গুপ্তঘাতক সফটওয়্যার একটি প্রকিয়ার মাধ্যমে একসেস অস্বীকারকারী ফাইলকে মুহূর্তের মধ্য ডিলেট করবে। এই সফটওয়্যারে বেশ ভাল কিছু অপশন আছে, যে অপশন ফাইল ডিলেট করার প্রকিয়া কে সহজ করবে।
https://www.malwarebytes.org/fileassassin/
লক হান্টার (Lock Hunter)
লক হান্টার ব্যাবহার করা খুবি সহজ। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন প্রসেসের মাধ্যমে ফাইল লক হয়েছে যে ফাইলগুলো আপনি ডিলেট করতে চান, এবং আপনি সেই ফাইলকে সহজেই আনলক, কপি, রিনেম এবং ডিলেট করতে পারবেন। এই সফটওয়্যারের ভাল একটি ফিচার হচ্ছে, আনলক ফাইল গুলোকে উইন্ডোতে প্রদর্শন করবে যাতে খুব সহজেই লক ফাইল নির্বাচন করতে পারেন।
http://lockhunter.com/download.htm
আইওবিট আনলকার (IObit Unlocker)
একসেস অস্বীকারকারী ফাইল সমূহকে ডিলেট করার জন্য অসাধারণ একটি সফটওয়্যার হল আইওবিট আনলকার। আইওবিট আনলকার প্রোগ্রামটি ম্যানুয়ালী ভাবে একসেস অস্বীকারকারী ফাইলসমূহকে খুঁজে বের করে সে ফাইলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে আনলক, ডিলেট, রিনেম, মুভ বা কপি করতে সাহায্য করে।
http://www.downloadcrew.co.uk/article/20685-iobit_unlocker
ফাইল গভর্নর (File Governor
ফাইল গভর্নর যে কোন ফাইলকে আনলক করতে সক্ষম। এই সফটওয়্যার আপনার উইন্ডোজের লক হয়ে যাওয়া ফাইল সমূহকে স্বয়ংক্রিয়ভাবে খুঁজে করে এবং সেই ফাইল সমূহকে ডিলেট, কপি, রিনেম এবং মুভ করার অনুমতি প্রদান করে। আপনি এই সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবেন!
http://downloads.novirusthanks.org/f…/filegovernor_setup.exe

No comments: