Monday, August 17, 2015


By clicking on any word out of his Bengali meaning

যে কোন শব্দের উপর ক্লিক করে তার বাংলা অর্থ জানুন



আপনারা কি জানেন ইন্টরনেটে কাজ করার সময় অনেক অপরিচত শব্দ আসে যা ডিকশনারি থেকে খুজে পাওয়া খুবই দুষ্কর এবং সময়সাপেক্ষ ব্যাপার । যদি এমন হয় যে শুধু অপরিচত শব্দটির ওপর ডাবল ক্লিক করলে নিমিষেই আপনার চোখের সামনে কাঙ্খিত অর্থটি দৃশ্যমান হবে তাহলে কেমন হবে ? নিশ্চয়ই খুব ভালো । এ ভালো সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে :english to bangla dictionary, online dictionary
একটি ইন্টারনেট সংযোগ চালু থাকতে ।
ব্রাওজার হিসেবে Mozilla Firefox এবং Google Chrome ব্যবহার করতে হবে ।
Mozilla Firefox এ সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে :
Mozilla Firefox address bar এ type করুন https://addons.mozilla.org/…/a…/bdword-english-to-bengali-d/ অথবা লিংকটিতে ক্লিক করুন ।
Download Button অথবা +Add to Firefox Button এ ক্লিক করুন ।
তারপর ad don টি install করুন ।
Mozilla Firefox টি restart করে যে কোন word এর উপর ডাবল ক্লিক করুন, দেখবেন নিমিষেই আপনার চোখের সামনে কাঙ্খিত অর্থটি দৃশ্যমান হবে ।
Google Chrome এ সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে :
Google Chrome এ type করুন https://chrome.google.com/…/cogjmeckpkinhnidokapabgaoelhkb…/ অথবা লিংকটিতে ক্লিক করুন ।
নীল বাটন +Add to Chrome এ ক্লিক করুন ।
তারপর একটি pop up menu আসবে এবং ঐখান থেকে Add button এ ক্লিক করুন ।
Google Chrome টি restart করে যে কোন word এর উপর ডাবল ক্লিক করুন, দেখবেন নিমিষেই আপনার চোখের সামনে কাঙ্খিত অর্থটি দৃশ্যমান হবে ।


If you suspect this add-on violates our policies or has security or privacy issues, please use the form below to describe your concerns. Please do not...
addons.mozilla.org

Save time with Run command -


সময় বাঁচান রান কমান্ড দিয়ে – 

প্রথমে উইন্ডোজ কি+R চেপে সরাসরি রান-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট কমান্ড দিয়ে সরাসরি যেকোনো প্রোগ্রামে যাওয়া যাবে।
ক্যালকুলেটর খুলতে করতে calc লিখে এন্টার করুন।
যেকোনো ড্রাইভে যেতে c:, d:, e: এভাবে লিখে এন্টার করুন।
বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে charmap লিখে এন্টার করুন।
পাওয়ার অপশনে যেতে powercfg.cpl লিখে এন্টার করুন।
রেজিস্ট্রি এডিটরে যেতে regedit লিখে এন্টার করুন।
রিমোট ডেস্কটপে যেতে mstsc লিখে এন্টার করুন।
কন্ট্রোল প্যানেলে ঢুকতে লিখে control এন্টার করুন।
ডিস্ক ক্লিনআপ চালু করতে cleanmgr লিখে এন্টার করুন।
মাউস প্রোপার্টিজে ঢুকতে main.cpl লিখে এন্টার করুন।
সাউন্ড অ্যান্ড অডিওতে ঢুকতে mmsys.cpl লিখে এন্টার করুন।
ডিভাইস ম্যানেজারে ঢুকতে devmgmt.msc লিখে এন্টার করুন।
ফন্টসে ঢুকতে fonts লিখে এন্টার করুন।
উইন্ডোজ সিকিউরিটি সেন্টারে যেতে wscui.cpl লিখে এন্টার করুন।
টাস্ক ম্যানেজার চালু করতে taskmgr লিখে এন্টার চাপুন।
সিস্টেম কনফিগারেশনে যেতে sysedit লিখে এন্টার করুন।
রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডিটরে যেতে intl.cpl লিখে এন্টার করুন।
স্টার্ট আপ মেন্যুতে যেতে msconfig লিখে এন্টার চাপুন।
হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ লুকানোসহ বিভিন্ন কাজে gpedit.msc লিখে এন্টার চাপুন।
ইন্টারনেট প্রোপার্টিজ দেখতে inetcpl.cpl লিখে এন্টার চাপুন।
অন স্ক্রিন কি-বোর্ড চালু করতে osk লিখে এন্টার চাপুন।

Easily increase data transfer speed of your pen

আপনার পেনড্রাইভ এর ডাটা ট্রান্সফার স্পীড বাড়িয়ে নিন খুব সহজেই


 অনেকেই হয়তো ট্রিক টা জানেন। যারা জানেন না তাদের জন্য পোস্ট টা।
এই ট্রিকটার সাহায্যে আপনি আপনার পেন ড্রাইভ এর ডাটা ট্রান্সফার স্পীড ৩০০% + পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। আমি নিজে ট্রিক টা ট্রাই করেছি। আমার পেন ড্রাইভ এর নরমাল ডাটা ট্রান্সফার স্পীড ছিল ১৩-১৯ এমবিপিএস। ট্রিক টা করার পরে স্পীড হয় ৫০-৭০ mbps !!!!!
ট্রিকটা Windows 7 এ কাজ করে।
এবার মুল কথায় আসা যাক। ট্রিকটা করতে প্রথমে আওনের পেন ড্রাইভ পিসি তে লাগান। তারপর পেন ড্রাইভ এ রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অপশন এ যান। File system এ FAT32 কে NTFS করুন এবং নিচের দিকে Quick Format এ যে টিক টা ছিল তা উঠিয়ে দিন । কাজ শেষ। এবার সুধু start Format e click এ ক্লিক করুন।


Remove the shortcut arrow icon......








Add caption


অনেকেই আইকনের বা অন্য কোনো শর্টকাটের
Default শর্টকাট এ্যারো ঠিক পছন্দ করেন না।
এর জন্য অনেক Software ও পাওয়া যায় কিন্তু
যদি কোনো Third Party Software ছারাই
এটা করা যায় তাহলে কেমন হয়!
এর জন্য Registry Editor –এ
গিয়ে HKEY_CLASSES_RO OT\lnkfile খুলুন
এবং Is Shortcut value টি Delete
করে ফেলুন। System restart করুন।এবার দেখুন
Desktop Icon এবং সব Shortcut-এর
Arrow হাবিশ।

Excellent for Windows is a software !!


উইন্ডোজের জন্য চমৎকার একটি সফটওয়্যার!!




***************************
***************************
উবু একটি ভিন্ন ধরনের চ্যাটিং সফটওয়্যার । যা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার । এ অনেক একটি উইন্ডোজ চ্যাটিং সফটওয়্যার । এর ব্যবহারে অনেক সুবিধা রয়েছে । যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে ইন্টারনেট কল, এইচডি ভিডিও কল, হাইডেফিনেশন অডিও ইত্যাদি উবু জীবনকে আরো সহজ করে তুলেছে । এর আরো অনেক সুবিধা রয়েছে :-
১. উবু ভিডিও চ্যাট করার সুবিধা এমনকি মোবাইলেও
২. উবু ভিডিও কল ডেস্কটপের সাহায্যে
৩. ভিডিও চ্যাটরুম
৪. এইচডি ও হাই রেজ্যুলেশন ভিডিও সুবিধা
৫. পূর্ণ স্ক্রীন সুবিধা
৬. ভিডিও কল রেকর্ডিং সুবিধা
৭. ভিডিও মেসেজ সুবিধা
৮. স্ক্রীন শেয়ারিং সুবিধা
৯. ফোন কল সুবিধা
১০. ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধা
১১. ফাইল শেয়ারিং সুবিধা (২৫ মেগাবাইট পর্যন্ত)
১২. সাইড বারে প্রদর্শনের সুবিধা
১৩. সহজেই বন্ধু যোগ করার সুবিধা
১৪. কল মি বাটন সুবিধা
১৫. ইচ্ছামতো প্রাইভেসি দেয়ার সুবিধা
১৬. সোশ্যাল নেটওয়্যার্কিং-এর সুবিধা

উবু সফটওয়্যারটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সফটওয়্যারে পরিণত হতে চলেছে ক্রমেই, শুধুমাত্র এর বৈশিষ্ট্যের কারণে । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
ধন্যবাদ!
http://goo.gl/TGiH9

Who Make your mind of your computer mouse.

আপনার মাথা কে-ই বানিয়ে ফেলুন আপনার কম্পিউটার-এর মাউস।



এবার আমার মত করে দেখে নিন Software টির Details:
Name: Camera mouse 2012
Size: ১২.৪৩ MB
License: Freeware (অর্থাৎ লাইসেন্স কি-এর গল্প নেই)
OS: Windows XP / Vista / 7 / 8 32-bit
Released on: 24th November, 2012
*Requirements: One computer, Electricity, & Webcam
শুধু ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হবে।
এবার বলি সফটওয়্যার টি কি করবে, আপনি যখন সফটওয়্যার টি ওপেন করবেন, তখন স্ক্রীন-এ আপনার ছবি ওয়েবক্যাম-এর মাধ্যমে আসবে, এরপর আপনাকে, আপনার মুখের যে কোনও অংশ সিলেক্ট করতে হবে। তারপর সফটওয়্যারটি আপনার দেখিয়ে দেওয়া স্থান কে ক্রমাগত trace করবে, আর সেই মত মাউস পয়েন্টার-ও নড়বে। তবে মুখের একটি অংশ সিলেক্ট করার সময় নাক কে বাছলেই ভালো হয়, কেননা ওটা মোটামুটি স্ক্রীন-এর মাঝে থাকে, তাই স্ক্রীন ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভবনা কমে যাবে।
আর কয়েকটি কথা বলি, সফটওয়্যার টি প্রচণ্ড সংবেদনশীল, তাই শুরু করার সময়ের জন্য কিছু সেটিংস্‌ recommend করছি, যাতে আপনাদের ব্যাবহার করতে সুবিধা হয়।প্রথমে, Settings থেকে “Clicking” ট্যাব-এর সব কটি box-এ tick মেরে দিন।
এর পর “Control” tab-এও সব box-এ tick দিন।
এরপর “Gains”-এর দুটো option-এই “very low” select করুন।
এরপর “Misc.” tab থেকে প্রথম option টি কে Extreme করুন।
এরপর Alt+D press করে OK করে দিন।
ব্যাস কাজ শেষ।
এরপর আরামে ব্যাবহার করুন
এখানে ডাউনলোড লিংক দেওয়া আছে
https://docs.google.com/…/1WPLVR9LIcvL_yJjpZ7m4VUNQ3n…/edit…